December 6, 2025
দেশ

মরগ্যান স্ট্যানলি: তিন দশকের দুর্বলতম বছরের পর ২০২৬-এ ভারতীয় শেয়ারবাজারে প্রবল পুনরুদ্ধারের পূর্বাভাস

মুম্বই, সোমবার: বিশ্ববিখ্যাত বিনিয়োগ সংস্থা মরগ্যান স্ট্যানলি জানিয়েছে, দীর্ঘ মন্দার পর ২০২৬ সালে ভারতীয় শেয়ারবাজারে জোরালো পুনরুদ্ধার দেখা যাবে। গত কয়েক বছরে বাজারের যে ধীরগতি—বিশেষত তিন দশকের মধ্যে সবচেয়ে দুর্বল পারফরম্যান্স—তা কাটিয়ে আগামী চক্রে ভারত পুনরায় শক্তিশালী গতিতে এগোবে বলে মনে করছে সংস্থাটি।রিপোর্টে উল্লেখ করা হয়েছে, রাজনৈতিক স্থিতিশীলতা, বিনিয়োগ বৃদ্ধি, কর্পোরেট আয়ের উন্নতি এবং উৎপাদন ক্ষেত্রের সম্প্রসারণই বাজারকে ফের গতিময় করবে।

পাশাপাশি, বৈশ্বিক মন্দা হ্রাস ও পুঁজি প্রবাহ বাড়ার সম্ভাবনাও বাজারকে শক্ত ভরসা দেবে।বিশেষজ্ঞদের মতে, ২০২5 সালের শেষ দিক থেকে ক্রমশ বাজার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত মিলতে পারে, আর ২০২৬-এই সেই পুনরুদ্ধার হবে সবচেয়ে স্পষ্ট ও শক্তিশালী।

Related posts

Leave a Comment