November 1, 2025
দেশ

ভারতীয় নৌবাহিনীর আইএনএস তামাল গ্রিক প্যাট্রোল বোট এইচএস রিটসস-এর সঙ্গে যৌথ মহড়া

গ্রিসের সুদা বে-তে বন্দর সফর শেষ করে ভারতীয় নৌবাহিনীর সর্বাধুনিক স্টেলথ ফ্রিগেট আইএনএস তামাল এবার সমুদ্রে নামল। জাহাজটি হেলেনিক নেভির রাউসেন-শ্রেণির প্যাট্রোল বোট এইচএস রিটসস-এর সঙ্গে প্যাসেজ এক্সারসাইজ (PASSEX) পরিচালনা করে, যার মূল লক্ষ্য ছিল দুই দেশের নৌবাহিনীর মধ্যে আন্তঃকার্যক্ষমতা (interoperability) বৃদ্ধি।ভারতীয় নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, নিজ দেশের ঘাঁটিতে ফেরার পথে আইএনএস তামাল এশিয়ার একাধিক বন্ধুত্বপূর্ণ দেশের বন্দর পরিদর্শন করবে।

এর মাধ্যমে সামুদ্রিক কূটনীতি আরও জোরদার হবে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের পরিধি বিস্তৃত হবে।বন্দর সফরের সময় জাহাজের কর্মকর্তারা হেলেনিক নেভি ও ন্যাটো-র গুরুত্বপূর্ণ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। এর মধ্যে ছিলেন সুদা বে নৌঘাঁটির কমান্ডার কমোডর ডায়োনিসিয়োস মান্টাডাকিস, ন্যাটো মেরিটাইম ইন্টারডিকশন অপারেশনাল ট্রেনিং সেন্টারের (NMIOTC) প্রধান ক্যাপ্টেন কৌপ্লাকিস ইলিয়াস এবং মার্কিন নৌবাহিনীর নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটির কমান্ডিং অফিসার ক্যাপ্টেন স্টিফেন স্টেসি। বৈঠকে কার্যক্রম ও সামুদ্রিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

এছাড়া আইএনএস তামালের নাবিকরা ইতালীয় নৌবাহিনীর বহুমুখী উভচর আক্রমণ জাহাজ আইটিএস ত্রিয়েস্তে-তে ক্রস-ডেক ভিজিটের সুযোগ পান।আইএনএস তামালের এ সফর ভারত-গ্রিস প্রতিরক্ষা সহযোগিতার ক্রমবর্ধমান গুরুত্বকে তুলে ধরে। একই সঙ্গে এটি দুই দেশের নৌবাহিনীর মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও ভবিষ্যৎ যৌথ মহড়ার সুযোগ সৃষ্টি করেছে।

Related posts

Leave a Comment