মুম্বাই, ২০ নভেম্বর —‘ইন্ডিয়ান আইডল ১৬’-এর সেটে অনন্য মুহূর্ত। অভিনেত্রী রাভিনা ট্যান্ডন নিজ হাতে ‘পরোটা’ বানিয়ে জন্মদিনে শিল্পী ব্যাডশাহকে চমকে দিলেন। শো-এর পর্বে দু’জনকে একসঙ্গে রান্না করতে দেখা যায়, আর সেই সময় ব্যাডশাহ বলেন, এত ভালোবাসার জন্মদিন আগে কখনও পাননি।
দর্শকদের সামনে এই বন্ধুত্বপূর্ণ মুহূর্ত পুরো পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে। রাভিনা জানান, ব্যাডশাহকে খুশি করতেই তাঁর এই ছোট উদ্যোগ। পর্বটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আ
