‘আর্মি ডে’-র আগে সাংবাদিক বৈঠকে বাংলাদেশ ইস্যুতে এবার কড়া বার্তা দিলেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি জানান, দুই দেশের কেউ কোনওরকম বৈরিতা প্রদর্শন করলে তা কোনও পক্ষের জন্য লাভজনক হবে না।
তিনি বলেন, ভারত এবং বাংলাদেশ একে অপরের প্রতিবেশী। কৌশলগতভাবে দু’দেশই একে অপরের জন্য গুরুত্বপূর্ণ। সেই পরিস্থিতিতে কোনও বৈরিতা প্রদর্শন করা হলে তাতে কোনও পক্ষেরই লাভ হবে না। এদিন সেনাপ্রধান সরাসরি বাংলাদেশের নাম নিয়ে বলেন, মুহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বভার গ্রহণের পর এখনও পর্যন্ত কোনও পক্ষের তরফে কোনওরকম বিরূপ পদক্ষেপ করা হয়নি। প্রতিবেশীর ক্ষেত্রে এটা ভালো লক্ষণ।