24 C
Kolkata
April 19, 2025
Uncategorized

হাসিনার বিরুদ্ধে বিক্ষোভের খবর থাকলেও ভারত কিছু করতে পারেনি

ফাইল চিত্র

হাসিনার বিরুদ্ধে বিক্ষোভের খবর থাকলেও কিছু করতে পারেনি বলে জানিয়েছেন জয়শঙ্কর। ভারতের বিদেশমন্ত্রী জানিয়েছেন, ক্ষমতাচ্যুত হওয়ার আগে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের মানুষের মধ্যে যে ক্ষোভ পুঞ্জীভূত হয়েছিল, সে সম্পর্কে অবগত ছিল ভারত। তবে এই বিষয়ে ভারত কোনও হস্তক্ষেপ করতে পারেনি বলে তিনি দাবি করেছেন। শনিবার এই তথ্য জানিয়েছেন বিদেশমন্ত্রী বিদেশ মন্ত্রকের পরামর্শদাতা কমিটির কাছে।

সর্বভারতীয় এক সংবাদমাধ্যম সূত্রে এমনটাই জানা গিয়েছে। বিদেশমন্ত্রী কমিটির কাছে দাবি করেন, হাসিনাকে প্রভাবিত করার মতো ‘প্রয়োজনীয় প্রভাব’ তাঁদের ছিল না। তাঁরা শুধুমাত্র ‘পরামর্শ’ দিতে পারতেন। কংগ্রেসের কেসি বেণুগোপাল, মণীশ তিওয়ারি, উদ্ধব সেনার প্রিয়াঙ্কা চতুর্বেদীরা এই বৈঠকে উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment