November 1, 2025
দেশ

নেক্সট-জেন জিএসটি রিফর্মসে ‘ডাবল ধামাকা’: ভোক্তা খরচ ও উৎপাদনে রেকর্ড বৃদ্ধি, বলল কেন্দ্র

নয়াদিল্লি: ভারতের অর্থনীতিতে নেক্সট-জেন জিএসটি রিফর্মস যে এক নতুন উত্থানের সূচনা করেছে, তা স্পষ্ট হয়ে উঠছে—বললেন কেন্দ্রীয় মন্ত্রীরা। তাঁদের দাবি, উৎসবের মরশুমে বাজারচাহিদা, উৎপাদন, কর্মসংস্থান ও প্রযুক্তি খাতে যে প্রবল গতিশীলতা দেখা যাচ্ছে, সেটির সবচেয়ে বড় চালিকা শক্তি এই নতুন কর-সংস্কার।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণার পর নবরাত্রির প্রথম দিন থেকেই দেশে কার্যকর হয় এই রিফর্ম। শনিবার এক যৌথ সাংবাদিক সম্মেলনে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং আইটি ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান—সরকারের ‘GST বাঁচত উৎসব’ কর্মসূচি ইতিমধ্যেই সারাদেশে আস্থা ও স্বস্তি তৈরি করেছে।

সীতারামন বলেন, “স্ল্যাব সংখ্যা চার থেকে দু’টিতে নামানো, রেট হ্রাস ও প্রক্রিয়া সরলীকরণের ফলে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হচ্ছেন। ৫৪টি পণ্যের দাম আমরা প্রতিনিয়ত পর্যবেক্ষণ করছি। ইতিমধ্যেই সুবিধা শেষপর্যন্ত মানুষের হাতে পৌঁছেছে।” তিনি আরও দাবি করেন,“জিএসটি আমরা তৈরি করেছি, আমরাই বাস্তবায়ন করেছি। এখন আরও সহজ ও জনবান্ধব করার কাজও আমরাই করছি। বিরোধীরা শুধু সমালোচনা করলেও কাঠামোগত সংস্কারের সাহস দেখাতে পারেনি।”

পীযূষ গোয়েল বলেন,“এটি স্বাধীনতার পর সবচেয়ে বড় অর্থনৈতিক রিফর্ম। বিনিয়োগ, কেনাকাটা, শিল্পোৎপাদন—সব ক্ষেত্রে একসঙ্গে তীব্র উত্থান দেখা যাচ্ছে। শুধু উৎসবে নয়, স্থায়ী প্রবৃদ্ধির পথ পরিষ্কার হয়েছে।”

তিনি উল্লেখ করেন, মারুতি, মহীন্দ্রা, টাটা—দেশীয় অটো কোম্পানিগুলো এই নবরাত্রিতে রেকর্ড বিক্রি করেছে, যা বাজারে আস্থা ফিরিয়ে এনেছে।অশ্বিনী বৈষ্ণব ইলেকট্রনিক্স খাতের উত্থানের কথাও তুলে ধরেন। তাঁর ভাষায়,
“গত বছরের তুলনায় এ বছর নবরাত্রিতে ইলেকট্রনিক্স বিক্রি বেড়েছে ২০–২৫%, এমনকি ৮৫-ইঞ্চির টিভিও পুরোপুরি সোল্ড আউট। মধ্যবিত্তের হাতে ক্রয়ক্ষমতা বেড়েছে।”তিনি জানান,

  • ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং-এ ডবল ডিজিট গ্রোথ
  • ২৫ লক্ষের বেশি নতুন কর্মসংস্থান
  • দুটি সেমিকন্ডাক্টর প্ল্যান্টে উৎপাদন শুরু
  • ফোন রপ্তানিতে ভারত প্রতিবেশী দেশকে ছাড়িয়ে গেছে

ম্যাক্রো ইকোনমির ছবিটিও আরও শক্তিশালী হয়েছে। শুধু ভোগব্যয়ই বেড়েছে ২০ লক্ষ কোটি টাকা—যা নতুন বিনিয়োগের রাস্তা আরও খুলে দিয়েছে।কেন্দ্রীয় মন্ত্রীরা একযোগে দাবি করেন, নেক্সট-জেন জিএসটি শুধু ট্যাক্স সংস্কার নয়, আত্মনির্ভর অর্থনীতির পথে ভারতকে ত্বরান্বিত করার একটি সর্বাঙ্গীণ মডেল।

Related posts

Leave a Comment