29 C
Kolkata
April 15, 2025
দেশ

বাংলাদেশ ও পাকিস্তানের ওপর কড়া নজর রাখছে ভারত

প্রতীকী চিত্র

কয়েকদিন আগেই পাকিস্তানের বিদেশমন্ত্রী ইসহাক দার বাংলাদেশকে হারিয়ে যাওয়া ভাই বলে উল্লেখ করেছিলেন। আর এবার ঢাকা সফরে এসেছিলেন পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের প্রতিনিধি দল। যা নিয়ে রীতিমত উদ্বেগে ভারতের বিদেশমন্ত্রক। গোটা পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে দিল্লি। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ‘আশপাশে প্রতিবেশী রাষ্ট্রগুলির গতিবিধি ভারতের রাষ্ট্রীয় সুরক্ষার সঙ্গে সম্পর্কিত। আরও বেশি করে সেগুলির ওপর নজর রাখা চলছে। যদি প্রয়োজন হয় এই বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়া হবে।’

বাংলাদেশ-পাকিস্তানের এই গোপন আঁতাতকে একেবারেই ভালো চোখে দেখছে না ভারত। এমনিতেই সীমান্তে কাঁটাতারের বেড়া লাগানো নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নানাভাবে অশান্তি বাধানোর চেষ্টা করেছে ভারতের সীমান্ত রক্ষীদের সঙ্গে। এই নিয়ে দুই দেশের কূটনৈতিক টানাপোড়েনও তুঙ্গে উঠেছে। এর মধ্যেই ভারতের সাধারণতন্ত্র দিবস উপলক্ষ্যে বাংলাদেশ সীমান্ত এলাকায় আপ্স আলার্ট জারি করেছে বিএসএফ। এই পরিস্থিতিতে বাংলাদেশের সাম্প্রতিক কর্মকান্ডকে মোটেই হালকাভাবে নিচ্ছে না ভারত। এই বিষয়ে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে জিজ্ঞাসা করে হলে তিনি জানিয়েছেন, ‘বাংলাদেশের সঙ্গে ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়, তবে আমাদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনও সম্ভাবনা তৈরি হলে প্রয়োজনে যেকোনও পদক্ষেপ করা হবে।’

Related posts

Leave a Comment