27 C
Kolkata
August 1, 2025
দেশ

মমতার প্রস্তাব মেনেই আগামী সপ্তাহে নির্বাচন দপ্তর ঘেরাও করবে ‘ইন্ডিয়া জোট’

প্রতিনিধিত্বমূলক চিত্র

নির্বাচনের কমিশনের কার্যকলাপ নিয়ে এবার জোরালো আন্দোলনের প্রস্তাব মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিরোধী জোট ‘ইন্ডিয়া’র শরিক দলগুলি বাংলার মুখ্যমন্ত্রীর সেই প্রস্তাব সাদরে গ্রহণ করল। গত একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী বলেছিলেন, বাংলায় এসআইআর-এ বৈধ ভোটারদের নাম দেওয়া নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করা হবে। তৃণমূলনেত্রীর সেই প্রস্তাব অনুযায়ী, আগামী সপ্তাহেই বিরোধী দলগুলি ঘেরাও করবে নির্বাচন কমিশনের দপ্তর। সূত্রের খবর, আগামী বুধবার অথবা বৃহস্পতিবার এই ঘেরাও কর্মসূচি করা হতে পারে।

গতকাল সংসদ চত্বরে দাঁড়িয়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘এসআইআর হল সাইলেন্ট ইনভিসিবল রিগিং”। এবার সেই অভিযোগ তুলে কমিশনের দপ্তর ঘেরাও-এর জন্য পোস্টার তৈরি করে ফেলল তৃণমূল। তাঁদের দাবি, ইন্ডিয়া জোটের অন্যদলগুলিও এই পোস্টার ব্যবহার করবে।

জানা গিয়েছে, বৃহস্পতিবার ইন্ডিয়া জোটের সংসদীয় দলের নেতাদের বৈঠক হয়। সেখানে তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন রাহুল গান্ধীর উপস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রস্তাব পেশ করেন। ইন্ডিয়া জোটের নেতারা সেই প্রস্তাব গ্রহণ করেন।

লোকসভার বাদল অধিবেশনে বিরোধী দলের সাংসদরা ভোটার তালিকায় নিবিড় পরিমার্জন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশনের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। এই নিয়ে প্রতিদিনই তাঁরা সংসদে একজোট হয়ে স্লোগান দিচ্ছেন এবং বিক্ষোভ দেখাচ্ছেন। সেই বিক্ষোভে সামিল হয়েছে ‘ইন্ডিয়া’ জোটের অন্যতম শরিক তৃণমূল কংগ্রেসও।

Related posts

Leave a Comment