নয়াদিল্লি: ভারতকে বৈশ্বিক চাল রপ্তানির প্রধান কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠিত করতে এক নতুন পরিকল্পনার ঘোষণা দিলেন কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী প্রহ্লাদ জোশী। রাজধানীতে আয়োজিত ‘ভারত ইন্টারন্যাশনাল রাইস কনফারেন্স ২০২৫’–এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “এই সম্মেলন ভারতের কৃষি রপ্তানি খাতের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে।”
মন্ত্রী ভারতীয় চাল রপ্তানিকারক ফেডারেশনকে অভিনন্দন জানিয়ে বলেন, “ভারতের লক্ষ্য শুধু বিশ্বের অন্যতম বৃহৎ চাল উৎপাদক দেশ থাকা নয়, বরং গুণমান, নিরাপত্তা, সুলভতা ও আস্থার মাধ্যমে আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান আরও মজবুত করা।”প্রহ্লাদ জোশী জানান, কেন্দ্র সরকার আগামী পাঁচ বছরে দেশের গণবণ্টন ব্যবস্থা আধুনিকীকরণ, কৃষি রপ্তানি দ্বিগুণ বৃদ্ধি, এবং ভারতীয় চালের জন্য নতুন বৈশ্বিক বাজার তৈরি করতে বদ্ধপরিকর। তাঁর কথায়, “আমাদের নীতি কৃষককেন্দ্রিক ও ভোক্তিমুখী।
রপ্তানি বাড়লেও তা যেন কৃষকের আয় বৃদ্ধি ও খাদ্যনিরাপত্তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে — এটাই আমাদের লক্ষ্য।”মন্ত্রী আরও বলেন, “‘ভারত ইন্টারন্যাশনাল রাইস কনফারেন্স ২০২৫’ হবে বিকশিত ভারত ২০৪৭ অভিযাত্রার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যেখানে কৃষক ও ভোক্তা — উভয়েই কেন্দ্রবিন্দুতে থাকবে।”খাদ্যমন্ত্রক সূত্রে জানা গেছে, এই আন্তর্জাতিক সম্মেলনে বিভিন্ন দেশের চাল রপ্তানিকারক সংস্থা, খাদ্য বিশেষজ্ঞ ও বাণিজ্য প্রতিনিধিরা অংশ নেবেন। ভারতের রপ্তানি সক্ষমতা, মান নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং কৃষককল্যাণমূলক নীতির বিষয়ে বিস্তারিত উপস্থাপন করা হবে এই মঞ্চে।
