25 C
Kolkata
November 2, 2025
জেলা

বন্যপ্রাণী করিডোরে বেআইনি পথবাতি, বনদফতরের বড় পদক্ষেপ

নিজস্ব চিত্র

বাঁকুড়ার বিষ্ণুপুর মহকুমার পাঞ্চেত বন বিভাগের অন্তর্গত লটিহীড় জঙ্গলে বন্যপ্রাণী করিডোরে বেআইনি ভাবে বসানো পথবাতি অবশেষে উপড়ে ফেলল বনদফতর। দু’নম্বর রাজ্য সড়কের ধারে এই করিডোরে বেশ কয়েকদিন আগে এক বেসরকারি বিলাসবহুল হোটেল কর্তৃপক্ষ লাগিয়েছিল প্রায় ২৫টি উঁচু আলো স্তম্ভ।

এই বেআইনি কাজ ঘিরে প্রশ্ন উঠছিল দীর্ঘদিন ধরেই। কিভাবে বনদফতরের নজর এড়িয়ে বন্যপ্রাণীর চলাচলের রাস্তায় এমন আলোকসজ্জা বসানো হল, তা নিয়ে উঠেছিল নানা অভিযোগ। সম্প্রতি বিষয়টি প্রকাশ্যে আসে, এরপরই বনদফতর নড়ে চড়ে বসে। বনদফতরের আধিকারিক ও কর্মীরা অভিযান চালিয়ে একে একে সমস্ত বাতি স্তম্ভ তুলে ফেলে।

বনবিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অভিযুক্ত হোটেল কর্তৃপক্ষের এক প্রতিনিধি দাবি করেন, প্রশাসনের অনুমতি নিয়েই বাতি বসানো হয়েছিল। তবে বিষয়টি নিয়ে স্পষ্ট কিছু না বলে তিনি ক্যামেরার সামনে মুখ লুকানোর চেষ্টা করেন।

Related posts

Leave a Comment