মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ৫০ শতাংশ শুল্কের সিদ্ধান্তকে ঘিরে নয়াদিল্লি–ওয়াশিংটনের বাণিজ্য সম্পর্কে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর মধ্যেই সোমবার নিজের রাজ্য গুজরাতে দাঁড়িয়ে অনমনীয় অবস্থান স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর বার্তা, ‘‘আমাদের উপর চাপ বাড়তে পারে, কিন্তু আমরা তা সহ্য করব। আমরা আত্মনির্ভর ভারতের পথে এগিয়ে চলেছি।’’
আগামী বুধবার (২৭ অগস্ট) থেকে মার্কিন প্রশাসন ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক—যার মধ্যে ২৫ শতাংশ জরিমানা—বলবৎ করতে চলেছে। অর্থনীতিবিদদের আশঙ্কা, এই সিদ্ধান্তে প্রায় ৪০০০ কোটি ডলার (সাড়ে তিন লক্ষ কোটি টাকা) রফতানি ক্ষতির মুখে পড়তে পারে ভারত।
অহমদাবাদের সভায় মোদী বলেন, ‘‘যতই চাপ আসুক, আমরা শক্তিবৃদ্ধি করে তার মোকাবিলা করব। কৃষক, গবাদি পশুপালক এবং ক্ষুদ্র শিল্পের স্বার্থ আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে কোনও আপস হবে না।’’ তিনি কংগ্রেসকেও কটাক্ষ করে বলেন, ‘‘৬০-৬৫ বছর ধরে আমদানি কেলেঙ্কারির রাজনীতি চালানোর কারণেই আজ দেশ অন্য দেশের উপর নির্ভরশীল হয়ে পড়েছে।’’
বিশেষজ্ঞদের মতে, রফতানি ধাক্কার পাশাপাশি ভারত যদি অভ্যন্তরীণ বাজারে চাহিদা বাড়াতে পারে এবং নতুন লগ্নি টানার পথে এগোয়, তবে ক্ষতির কিছুটা ভারসাম্য আনা সম্ভব। সেই লক্ষ্যেই জনতার কাছে মোদীর আবেদন, ‘‘আমাদের সকলেরই কেবল ‘ভারতে তৈরি পণ্য’ কেনা উচিত। ব্যবসায়ীদের উচিত তাঁদের দোকানের বাইরে স্পষ্ট লেখা টাঙানো যে তাঁরা শুধুই স্বদেশী পণ্য বিক্রি করেন।’’
মোদীর দাবি, আজ গোটা বিশ্বে অর্থনৈতিক অগ্রাধিকারের ভিত্তিতেই নীতি গঠন হচ্ছে। সেই প্রেক্ষিতেই ভারতের আত্মনির্ভরতার সংকল্পকে আরও জোরালো করার বার্তা দিলেন তিনি।
