30 C
Kolkata
August 3, 2025
দেশ

যুদ্ধ নয় শান্তি চাই,ভারত সরকারকে অনুরোধ করলেন বুদ্ধ ভিক্ষুরা

যুদ্ধ বা হিংসা কোনো সমস্যার সমাধান নয়। তাই যুদ্ধ বন্ধ করে মানুষের জীবনে শান্তি ফিরিয়ে আনতে শান্তির বানী প্রচার করেছিলেন গৌতম বুদ্ধ। আজকের দিনে যেভাবে বিশ্ব জুড়ে মানুষ,হানাহানী,হিংসা ও যুদ্ধে সামিল হয়েছেন সেখানে গৌতম বুদ্ধের দেখানো পথেই একমাত্র শান্তি ফিরে আসবে বলে মনে করেন বুদ্ধ ভিক্ষুরা। তাই বুদ্ধ জয়ন্তিতে বিশ্ব শান্তির জন্যে প্রার্থনা করলেন দেশ বিদেশের বুদ্ধ ভিক্ষুরা।
বন্ধু জয়ন্তী উপলক্ষে কলকাতার মেয়ো রোডে সিদ্ধার্ত ইউনাইটেড সোশ্যাল ওয়েলফেয়ার মিশন এর উদ্যোগে ২৫৬৯ তম ইন্টারন্যাশনাল বিসাখ ডে পালন করা হয়। এ উপলক্ষে বিশ্ব শান্তির উপর এক আলোচনা সভায় অংশ নেন বুদ্ধ সন্নাসীরা।
পশ্চিমবঙ্গ বুদ্ধ জয়ন্তী উদযাপন কমিটির সভাপতি ডঃ বুদ্ধপ্রিয় মহাথেরো বলেন,সোমবার বুদ্ধ জয়ন্তি। তাই দু দিন ধরে তারা বুদ্ধ জয়ন্তী উদযাপন করছেন। রবিবার বিশ্ব শান্তির উপর আলোচনায় দেশ বিদেশের বুদ্ধ সন্নাসীরা শান্তি স্থাপনে গৌতম বুদ্ধের বানী আরো সাধারন মানুষের মধ্যে ছড়িয়ে দিতে বলেন।

Related posts

Leave a Comment