মুর্শিদাবাদ থেকে মালদায় পালিয়ে আসতে বাধ্য হয়েছে কয়েকশো হিন্দু পরিবার। মুশিদাবাদের ধুলিয়ানের অপর প্রান্তে মালদার বৈষ্ণবনগর, স্থানীয় সূত্রে দাবি মাঝ রাতে নৌকো করে পালিয়ে এসে একটি স্কুলে আশ্রয় নিয়েছেন প্রায় ৫০০ জন। তাঁদের অভিযোগ, তাঁদের বাড়ি ঘরে ভাঙচুর চালানো হয়েছে, পাশাপাশি তাঁদের খাবার জলে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে।
জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ বলেন, ‘‘অশান্তির কারণে যাঁরা ঘর ছেড়েছেন, তাঁদের সব রকম সাহায্য করছে পুলিশ। তাঁরা ঘরে ফিরে আসতে চাইলে সব রকম ভাবে সাহায্যের জন্য প্রস্তুত রয়েছে পুলিশ।
এখনও মুর্শিদাবাদের ধুলিয়ানের বহু এলাকা কার্যত স্তব্ধ। ফাঁকা রাস্তা, বেশিরভাগ দোকানপাট বন্ধ। রাস্তায় এখনও পড়ে আছে পুলিশের ভাঙা গাড়ি। এরই মধ্যে গতকাল বিকেলে ফের সামশেরগঞ্জ থানার ধুলিয়ানে সামশের নাদাব নামে এক যুবক গুলিবিদ্ধ হন। রবিবার সকাল থেকেই রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে বিএসএফ। রুটমার্চ করেছে পুলিশও।
এক মহিলা বলেন, বাড়িতে আগুন দিয়ে দেওয়া হয়েছে, ট্যাঙ্ক ভেঙে দিয়েছে, বাড়িতে থাকা সংসারের সব জিনিস লুট করে নিয়েছে। এলাকার সমস্ত বাড়ি পুড়িয়ে দিয়েছে। আমরা বিএসএফ থাকতে থাকতেই পালিয়ে এসেছি। রবিবার প্রশাসনের তরফ থেকে তাঁদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
তাঁদের দাবি, তাঁরা কোনও ভাবে বিএসএফের সহযোগিতায় মুর্শিদাবাদ ছেড়ে মালদায় এসে পৌঁছেছে। ঘর ছাড়া এক মহিলা জানান, তাঁদের ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, জলের ট্যাঙ্কে বিষ দিয়ে দিয়েছে, পানীয় জল টুকু অব্দি নিয়ে নেওয়া হয়েছে, এলাকার সব বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে।
next post