বিশেষ সংবাদদাতা, শিলং: দোল উদযাপনের অংশ হিসেবে স্বচ্ছতা অভিযানে অংশ নিলেন বঙ্গভাষী মহাসভা ফাউন্ডেশনের মেঘালয় ইউনিটের সদস্যরা। রবিবার মেঘালয় সরকার ও অন্যান্য স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে মিলেমিশে শিলংয়ের গল্ফ মাঠ পরিষ্কার করে বঙ্গভাষী মহাসভা। এভাবে শুধু দোল পুর্ণিমা উদযাপন নয়, মেঘালয় গঠনের সুবর্ণ জয়ন্তী উৎসবও পালন করলেন তাঁরা।