শ্রীনগর, ২০ নভেম্বর —কাশ্মীরে জঙ্গিদের কৌশলে বিপজ্জনক ধারা চোখে পড়েছে জাতীয় তদন্ত সংস্থার। এনআইএ-র সাম্প্রতিক তদন্তে উঠে এসেছে যে উপত্যকার কিছু হাসপাতালের পরিত্যক্ত কক্ষ, স্টোররুম, এমনকি পুরোনো অ্যাম্বুল্যান্সকে নাকি অস্ত্র ও বিস্ফোরক লুকিয়ে রাখার নিরাপদ আড়াল হিসেবে ভাবছিল জঙ্গি নেটওয়ার্ক।
নিরাপত্তা সূত্রের দাবি, চিকিৎসাকেন্দ্রকে ঢাল হিসেবে ব্যবহার করলে সন্দেহ কম হয়—এই ধারণাতেই নাকি মডিউলটি নয়া রুট তৈরি করছিল। তদন্তকারীরা একাধিক ডিজিটাল চ্যাট, লোকেশন ট্রেইল ও আর্থিক লেনদেন থেকে এই নকশার ইঙ্গিত পেয়েছেন। এনআইএ ইতিমধ্যেই হাসপাতাল চত্বর ঘিরে নজরদারি বাড়িয়েছে এবং স্থানীয় প্রশাসনকে সতর্ক করেছে যেন স্টোররুম ও অ্যাম্বুল্যান্স জোনে কঠোর যাচাই শুরু হয়।
previous post
