গত শনিবার আমেরিকার দক্ষিণ ক্যালিফোর্নিয়ার স্বামী নারায়ণ মন্দিরে হামলা চালিয়েছে একদল দুষ্কৃতী। জনপ্রিয় এই মন্দির ভাঙচুরের পাশাপাশি মন্দিরের দেওয়ালে মোদীর বিরুদ্ধে কুমন্তব্য লেখা হয়েছে। কারা এই ঘটনার সঙ্গে যুক্ত পুলিশের তরফে সে বিষয়ে স্পষ্টভাবে কিছু না জানানো হলেও, স্থানীয়দের দাবি এই ঘটনার সঙ্গে যুক্ত খালিস্তানিরা। কোয়েলিশন অফ হিন্দুজ অফ নর্থ আমেরিকা সংগঠনের দাবি, কিছুদিন আগে এখানে জনমত সংগ্রহ অভিযান চালিয়েছিল খালিস্তানিরা। হামলার পিছনে তাদের যোগ থাকা অসম্ভব নয়।
এদিকে আমেরিকার হিন্দু মন্দিরে ফের দুষ্কৃতী হামলা ও ভাঙচুরের ঘটনায় এবার কড়া প্রতিক্রিয়া ভারতের। এই ঘটনার তীব্র নিন্দা করে মন্দিরে ভাঙচুরের ঘটনা অত্যন্ত ঘৃণ্য কাজ বিবৃতি জারি করেছে ভারতের বিদেশমন্ত্রক। পাশাপাশি বিএপিএস স্বামী নারায়ণ মন্দিরে হামলার ঘটনায় দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবিও জানানো হয়েছে, সেই সঙ্গে সেখানে থাকা মন্দিরগুলির নিরাপত্তা নিশ্চিত করার আর্জি জানিয়েছে কেন্দ্র সরকার।
এক বিবৃতিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ‘আমরা ক্যালিফোর্নিয়ার চিনো হিলসের একটি হিন্দু মন্দিরে ভাঙচুরের খবর দেখেছি। আমরা এই ধরনের ঘৃণ্য কাজের তীব্র নিন্দা জানাই।’
							previous post
						
						
					
