October 31, 2025
কলকাতা

কলকাতায় ভারী বৃষ্টিতে জলজট, বিপাকে অফিসযাত্রী

কলকাতা, ২৩ সেপ্টেম্বর: গত রাত থেকে টানা বৃষ্টিতে আজ সকালে কলকাতার একাধিক এলাকায় জল জমে যায়। বেহালা, টালিগঞ্জ, শ্যামবাজার ও কালীঘাট অঞ্চলে রাস্তাঘাটে হাঁটু সমান জল জমে থাকায় যান চলাচলে ব্যাপক সমস্যার সৃষ্টি হয়েছে।

অফিসযাত্রীদের ভোগান্তি চরমে উঠেছে। বাস ও অটো কম থাকায় বহু মানুষকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে। মেট্রো রেল পরিষেবা স্বাভাবিক থাকলেও প্রবল ভিড়ের কারণে যাত্রীরা সমস্যায় পড়েন।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টা বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। নিম্নচাপ অক্ষরেখার কারণে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জলমুক্তির কাজ দ্রুত শুরু করা হয়েছে বলে আশ্বাস দেওয়া হলেও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতি বছরই একই সমস্যার পুনরাবৃত্তি হচ্ছে।

Related posts

Leave a Comment