November 1, 2025
কলকাতা

পিছিয়ে যাওয়া আরজিকর দুর্নীতি মামলার চার্জ গঠনে আজ ফের শুনানি

ফাইল চিত্র

বৃহস্পতিবার আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলার চার্জগঠন পিছিয়ে গেল আলিপুর আদালতে। কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, ‘প্রয়োজনীয় নথি হাতে পাওয়ার পর থেকে চার্জগঠন এবং ‘ডিসচার্জ পিটিশন’ অর্থাৎ মামলা থেকে অব্যাহতি চেয়ে জেলবন্দি হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ যে মামলা করেছেন, তার জন্য একটা গ্রহণযোগ্য সময় দিতে হবে অভিযুক্তদের’।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় ফের এই মামলার শুনানি হবে। তবে এদিন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এও জানিয়েছে, -‘সঠিক পদ্ধতি মেনে বিচার প্রক্রিয়া সংগঠিত করার নামে যাতে বিচারপ্রক্রিয়া বিলম্বিত না হয়, সেটা দেখার দায়িত্ব উচ্চ আদালতের’।

Related posts

Leave a Comment