আগামী সপ্তাহে প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিল সংক্রান্ত মামলার শুনানি। এই মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে দ্রুত শুনানি চেয়ে আবেদন করা হয়। সোমবার আদালত আগামী সপ্তাহে এই মামলার শুনানির দিন ধার্য করেছেন।
আদালতের নির্দেশ অনুযায়ী, সব পক্ষকে নোটিশ দেওয়া হয়েছে। সমস্ত পক্ষ শুনানির দিন নির্ধারণ করে আবেদন করবে। একপক্ষের আবেদন শুনে আদালত শুনানির দিন নির্ধারণ করলে সেই নির্দিষ্ট দিনে শুনানি নাও হতে পারে।
previous post