December 6, 2025
টিভি-ও-সিনেমা

‘তিনি ছিলেন আমার সবকিছু’: স্বামী ধর্মেন্দ্রকে অশ্রুভরা শ্রদ্ধাঞ্জলি হেমা মালিনির

মুম্বই, ২৭ নভেম্বর ২০২৫: স্বামী ধর্মেন্দ্রর প্রয়াণে ভেঙে পড়েছেন অভিনেত্রী ও সাংসদ হেমা মালিনি। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “He was everything to me”— তাঁর জীবনে ধর্মেন্দ্রর প্রভাব, সঙ্গ, বন্ধুত্ব ও ভালবাসা যে কত গভীর ছিল, সেই কথাই জানালেন তিনি এক আবেগঘন পোস্টে।হেমা মালিনি লিখেছেন, জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে ধর্মেন্দ্র ছিলেন তাঁর শক্তির উৎস।

পরিবার, সহকর্মী, অনুরাগী— সকলের প্রতি এই কিংবদন্তির অগাধ ভালবাসার কথাও তুলে ধরেছেন তিনি। অভিনেত্রীর কথায়, ধর্মেন্দ্রর উপস্থিতি ছিল পরিবারের জন্য আশীর্বাদ, আর তাঁর চলে যাওয়া ভারতীয় সিনেমার এক সুবর্ণ যুগের অবসান।ধর্মেন্দ্রর মৃত্যুতে বলিউডের অগণিত তারকা শ্রদ্ধা জানিয়েছেন। এশা ও অহনা দিওলও মায়ের পাশে রয়েছেন। পরিবার জানিয়েছে, অভিনেতার স্মৃতিচারণে কয়েকটি ব্যক্তিগত অনুষ্ঠান রাখা হবে।

English Title:

Related posts

Leave a Comment