December 6, 2025
Kolkata

হাইকোর্টে স্পিকারের সিদ্ধান্ত উল্টে বিধায়ক পদ থেকে অযোগ্য ঘোষিত মুকুল রায়

কলকাতা:মুকুল রায়ের বিধায়ক পদ নিয়ে টানাপোড়েনের অবসান ঘটল হাইকোর্টের রায়ে। রাজ্য বিধানসভার স্পিকারের সিদ্ধান্ত উল্টে দিয়ে কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিল—মুকুল রায়কে বিধায়ক পদে রাখা যাবে না। অর্থাৎ, আদালতের নির্দেশে তিনি আনুষ্ঠানিকভাবে অযোগ্য ঘোষিত হলেন।

আদালত জানিয়েছে, বিধানসভার স্পিকার যে সিদ্ধান্তে মুকুল রায়কে বিধায়ক পদে বহাল রেখেছিলেন, তা আইনসম্মত নয়। রায়ে উল্লেখ করা হয়েছে, সংবিধানের দশম তফসিল অনুযায়ী দলত্যাগ সংক্রান্ত বিধি লঙ্ঘন করেছেন তিনি।শুভেন্দু অধিকারীর করা মামলার ভিত্তিতেই এই রায় দেন বিচারপতি জয় সেনগুপ্ত। আদালত পর্যবেক্ষণে বলেন, “একজন নির্বাচিত প্রতিনিধি দল বদলালে তার বিরুদ্ধে স্পিকার যথাযথ পদক্ষেপ নেননি।”ফলে বেঙ্গল রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হল।

একসময়ের বিজেপি-নেতা ও পরে তৃণমূলের সক্রিয় মুখ মুকুল রায়ের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আবারও প্রশ্নচিহ্ন ঘনীভূত হচ্ছে।এদিকে, হাইকোর্টের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিরোধী বিজেপি। অন্যদিকে, তৃণমূলের বক্তব্য—আইনি দিক খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।মুকুল রায় ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন, তিনি এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ফলে এই রাজনৈতিক লড়াই আরও দীর্ঘায়িত হওয়ার ইঙ্গিত মিলছে।

Related posts

Leave a Comment