December 4, 2025
খেলা

অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণে নতুন ধাক্কা, প্রথম অ্যাশেজ টেস্টে ছিটকে গেলেন হেজলউড

অ্যাডিলেড: অ্যাশেজ সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া। চোটের কারণে প্রথম টেস্ট থেকে বাদ পড়লেন দলের নির্ভরযোগ্য পেসার জশ হেজলউড। দলের দ্রুত বোলিং আক্রমণ এমনিতেই চোট–জর্জর, তার ওপর হেজলউডের ছিটকে যাওয়া নির্বাচন কমিটিকে নতুন করে ভাবতে বাধ্য করেছে।দলের চিকিৎসক জানিয়েছেন, হেজলউড গত সিরিজেই টানজনিত সমস্যায় ভুগছিলেন।

লম্বা সিরিজের কথা মাথায় রেখে তাঁর ওপর অতিরিক্ত চাপ না দেওয়াই সিদ্ধান্ত হিসেবে নেওয়া হয়েছে। ফলে প্রথম অ্যাশেজ টেস্টে তাঁকে না পাওয়াটা নিশ্চিত হয়ে গেল।অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, হেজলউডের পরিবর্তে কে সুযোগ পাবেন তা এখনো ঠিক হয়নি। স্কটে বোল্যান্ড বা ল্যান্স মরিস—এই দু’জনের মধ্যেই একজনকে প্রথম দলে নেওয়া হতে পারে বলে দলীয় সূত্রের ধারণা।

ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, হেজলউডের অনুপস্থিতি অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণকে দুর্বল করে দেবে। তাঁর ধারাবাহিক লাইন–লেন্থ ও অভিজ্ঞতা অ্যাশেজের মতো মর্যাদায় ভরা লড়াইয়ে দলকে বাড়তি শক্তি দিত।তবে দল সূত্রের দাবি, এখনও সিরিজের অনেক বাকি এবং তাঁরা আশা করছেন, পরের টেস্ট থেকেই হেজলউড পুরো ফিট হয়ে জ্বলে উঠবেন।

Related posts

Leave a Comment