ফের দিল্লি থেকে বাংলাদেশের আওয়ামী লীগ কর্মী-সমর্থকদের জন্য দলের নেত্রীর অডিও বার্তা। এবার প্রতিরোধ গড়ে তোলার ডাক। দলের কর্মী সমর্থকদের কাছে বাংলাদেশ জুড়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানালেন শেখ হাসিনা।
অডিও বার্তায় কর্মী-সমর্থকদের প্রতি হাসিনা বলেছেন, ‘জনগণ আমাদের সঙ্গে রয়েছে। জনগণকে সঙ্গে নিয়েই এই দুর্বৃত্তদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। প্রত্যেকে প্রস্তুত হয়ে যান। যাঁর যা কিছু রয়েছে, তা নিয়ে প্রতিরোধ গড়ে তুলুন। প্রচুর মোকাবিলা করতে হবে। এরা দেশের শত্রু, জাতির শত্রু, জনগণের শত্রু! গণশত্রুদের হাত থেকে দেশ রক্ষার জন্য যা কিছু আছে, তা নিয়ে ময়দানে নামেন, এটাই এটাই আমার নির্দেশ।’