November 1, 2025
দেশ

প্রতি ২০ কিমিতে সরকারি কলেজ স্থাপন, মেয়েদের উচ্চশিক্ষায় জোর: হরিয়ানা সিএম

হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি জানিয়েছেন, রাজ্য সরকারের নীতি হলো প্রতি ২০ কিলোমিটারের মধ্যে একটি সরকারি কলেজ প্রতিষ্ঠা করা। এই নীতির অংশ হিসেবে পালওয়াল জেলার জনাউলি গ্রামের আশেপাশে ইতিমধ্যেই সাতটি সরকারি কলেজ চালু রয়েছে।রাজ্যের চলমান বর্ষা অধিবেশনে এমএলএ রঘুবীর তেওতিয়ার প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

সাইনি প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর লালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মেয়েদের শিক্ষাকে কেন্দ্র করে দূরদর্শী পরিকল্পনার মাধ্যমে প্রতিটি ২০ কিমির মধ্যে সরকারি কলেজ প্রতিষ্ঠার রোডম্যাপ তৈরি করা হয়েছিল। বর্তমানে রাজ্যের শিক্ষার্থীরা এর সুফল ভোগ করছে।তিনি জানান, বর্তমানে পালওয়াল সরকারি কলেজে (জনাউলি থেকে মাত্র ৬ কিমি দূরে) ৫৬০ জন ছাত্র ও ৭৩৩ জন ছাত্রী অধ্যয়ন করছে।

কলেজটির আসনসংখ্যা ১,২৯৩। এছাড়া জনাউলি থেকে ১৫ কিমি দূরে মাণ্ডকোলা সরকারি মহিলা কলেজে ৩৩৯ জন ছাত্রী পড়াশোনা করছে।এছাড়াও ২০১৫ সাল থেকে প্রিথলা বিধানসভা আসনের অন্তর্গত জনাউলি গ্রামে জেলা শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (DIET) চালু রয়েছে।

Related posts

Leave a Comment