31 C
Kolkata
August 1, 2025
Featured

বিশ্ব হিন্দু বার্তার প্রচার বিভাগে গুরু প্রণাম অনুষ্ঠান

গত ১২ জুলাই, শনিবার বিশ্ব হিন্দু বার্তার প্রচার দপ্তরে গুরু প্রণাম অনুষ্ঠানের আয়োজন। বিশ্ব হিন্দু বার্তার প্রচারক জয়ন্ত ভৌমিক এবং সংবাদ বিভাগের কর্মী চন্দন গুপ্তের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাপস গড়াই, উত্তম সরকার, মিঠুন চক্রবর্তী সহ আরও অনেকে।

অনুষ্ঠানের শুরুতে গৈরিক ধ্বজ উত্তোলনের পর গুরু প্রণামের মাহাত্ম্য এবং গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন তাপস গড়াই। কেন এই গৈরিক ধ্বজকে গুরু হিসেবে মান্যতা দেওয়া হয়েছে, তার বিস্তারিত ব্যাখ্যাও উঠে আসে তাপস বাবুর কথায়। অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেকেই এই গৈরিক ধ্বজকে শ্রদ্ধা ও গুরু প্রণামের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Related posts

Leave a Comment