সংবাদ কলকাতা, ৮ ডিসেম্বর: আজ অর্থাৎ বৃহস্পতিবার গুজরাট ও হিমাচল প্রদেশ বিধানসভার ভোট গণনা প্রায় শেষের দিকে। এখন নির্বাচন কমিশনের ঘোষণার অপেক্ষা। বিরোধীদের সব দাবিকে নস্যাৎ করে গুজরাটে একক সংখ্যাগরিষ্ঠ হল বিজেপি। অন্যদিকে হিমাচল প্রদেশে সংখ্যাগরিষ্ঠ হতে চলেছে কংগ্রেস।
গত ১ ও ৫ ডিসেম্বর গুজরাটের বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়েছিল। তার আগেই শুরু হয় হিমাচলের বিধাসভা নির্বাচন। গুজরাট বিধানসভার মোট আসন ২৫০ এবং হিমাচল বিধানসভার আসন সংখ্যা ৭০। বিকেল ৪টা পর্যন্ত গণনার নিরিখে গুজরাটের ক্ষমতা পুনরায় দখল করতে চলেছে বিজেপি। অপরদিকে হিমাচল প্রদেশ দখল করতে চলেছে কংগ্রেস।
বিকেল ৪ টা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, গুজরাটে ১৫৮টি আসনে এগিয়ে বিজেপি। অপরদিকে কংগ্রেস ১৬টি এবং আপ ৪টি আসনে এগিয়ে। ইতিমধ্যে দুপুর ১টা নাগাদ ৪৭টি আসনে জয় ছিনিয়ে নিয়েছে বিজেপি।
হিমাচল প্রদেশে কংগ্রেস ইতিমধ্যে জয় ছিনিয়ে নিয়েছে ১১টি আসনে। আরও ২৮টি-তে এগিয়ে। অপরদিকে বিজেপি ২৬টি আসনে এগিয়ে। যার মধ্যে দুপুর ১টা নাগাদ ১৩টি আসনে জয়ী হয়েছে। এখন দেখার, হিমাচল প্রদেশের মসনদে কে বসতে চলেছে। বিজেপি না হাত কংগ্রেস।
previous post
next post