তালিকায় রয়েছেন রবীন্দ্র জাডেজার স্ত্রীও
গান্ধীনগর: গুজরাটে আজ, শুক্রবার, রাজ্যের নতুন মন্ত্রিসভা গঠনের দিন। মোট ২৬ জন মন্ত্রী আজ শপথ নিতে চলেছেন, যার মধ্যে রয়েছেন ভারতীয় ক্রিকেট তারকা রবীন্দ্র জাডেজার স্ত্রী ও বিজেপি নেত্রী রিবাবা জাডেজাও।
রাজ্য বিজেপি সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠন হচ্ছে, যেখানে অভিজ্ঞতা ও নবীন নেতৃত্বের মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করা হয়েছে। নতুন মন্ত্রিসভায় কয়েকজন নবাগত মুখকে জায়গা দেওয়া হচ্ছে, যাঁরা সম্প্রতি দলীয় সংগঠনে সক্রিয় ভূমিকা পালন করেছেন।
বিশ্লেষকদের মতে, ২০২৭ সালের রাজ্য নির্বাচনের কথা মাথায় রেখে বিজেপি এই রদবদল করছে। সামাজিক ও আঞ্চলিক ভারসাম্য বজায় রাখতেও এই নতুন মন্ত্রিসভার বিন্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
রিবাবা জাডেজা, যিনি জামনগর (উত্তর) আসনের বিধায়ক, তাঁকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তে ক্রীড়া ও নারী নেতৃত্বের প্রতীকী বার্তা দিচ্ছে বিজেপি। দলীয় মহলে এটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
রাজভবনে আজ সন্ধ্যা ৫টায় শপথগ্রহণ অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্যপাল দেবব্রত আচার্য, কেন্দ্রীয় নেতা ও বিজেপির শীর্ষ পদাধিকারীরা উপস্থিত থাকবেন।
নতুন মন্ত্রিসভা ঘোষণার পর বিজেপি রাজ্য সভাপতি সি আর পাটিল বলেন, “এই মন্ত্রিসভা যুব নেতৃত্ব, উন্নয়ন ও সুশাসনের প্রতিফলন ঘটাবে।”

