33 C
Kolkata
August 2, 2025
Featured

বর ৯৫ ও কনে ৯০ বসলেন বিয়ের পিঁড়িতে

নিজস্ব চিত্র

তাঁরা ৭০ বছর লিভ ইন করছেন। আছে ৮ সন্তান। কিন্তু তাঁদের আনুষ্ঠানিক কোনও বিয়ে হয়নি। এবার সেই জরুরি কাজটাই তাঁরা সেরে নিলেন। অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন নবতিপর বৃদ্ধ-বৃদ্ধা। এল ডিজে, মাইক। পাত পেড়ে খেল গোটা গ্রাম। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এমনই ভিডিও। রামাভাই খারারি ও জিওয়ালি দেবী রাজস্থানের ডুঙারপুর জেলার বাসিন্দা। একজনের বয়স ৯৫, অন্যজন ৯০। দীর্ঘ ৭০ বছর একসঙ্গে রয়েছেন তাঁরা। তাজ্জবের বিষয় হল, এতদিন একসঙ্গে থাকলেও বিয়ে করেননি তাঁরা। শেষ জীবনে তাঁরা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন। আপত্তি করেননি তাঁদের ছেলে-মেয়ে ও নাতি-নাতনিরা।

বৃদ্ধ-বৃদ্ধার ইচ্ছা জানার পর দেরি করেননি ছেলে-মেয়েরাও। বিয়ের সমস্ত আচার-অনুষ্ঠান পালন করা হয়। আনা হয় ডিজে, আলোয় সাজিয়ে তোলা হয় বাড়ি। গোটা গ্রাম তাঁদের বিয়েতে মেতে ওঠে। বৃদ্ধ-বৃদ্ধার এক ছেলে কান্তিলাল খারারি বলেন, “ওঁরা বিয়ের ইচ্ছা প্রকাশ করে। পরিবারের কেউ তাতে বাধা দেয়নি। গায়ে হলুদ পর্ব থেকে সাতপাকে বাঁধা সবটায় হয়। গোটা গ্রাম বিয়েতে হাজির ছিল।”

Related posts

Leave a Comment