December 5, 2025
দেশ

বিতর্কের জেরে ‘সঞ্চার সাথী’ অ্যাপ বাধ্যতামূলকভাবে ইনস্টল করার সিদ্ধান্ত থেকে সরে এল কেন্দ্র

নয়াদিল্লি, ১ ডিসেম্বর — প্রবল সমালোচনা ও উদ্বেগের মুখে কেন্দ্র সরকার শেষ পর্যন্ত সঞ্চার সাথী অ্যাপ বাধ্যতামূলকভাবে প্রি–ইনস্টল করার সিদ্ধান্ত প্রত্যাহার করল। টেলিকম ডিপার্টমেন্ট (DoT) জানিয়েছে, নাগরিকের গোপনীয়তা ও ডেটা সুরক্ষা নিয়ে আশঙ্কা তৈরি হওয়ায় এই সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হয়েছে।

আগের নির্দেশ অনুযায়ী, স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থাগুলিকে সব নতুন ফোনে সঞ্চার সাথী অ্যাপ আগেই ইনস্টল করে রাখতে বলা হয়েছিল। কিন্তু বিশেষজ্ঞ, ডিজিটাল অধিকার কর্মী ও সাধারণ ব্যবহারকারীরা তা নিয়ে তীব্র আপত্তি জানান। তাদের অভিযোগ ছিল—এই ব্যবস্থা ব্যক্তিগত তথ্যের উপর সরকারি নজরদারিকে আরও সহজ করে দেবে।

সমালোচনার পর কেন্দ্র জানায়, অ্যাপটি স্বেচ্ছাসেবী ব্যবহারের জন্যই থাকবে এবং নতুন করে বাধ্যতামূলক করার কোনও পরিকল্পনা এখন নেই। অ্যাপটির উদ্দেশ্য হারানো ফোন ব্লক করা, প্রতারণা রোধ এবং সিম–ভিত্তিক জালিয়াতি কমানো—কিন্তু বাধ্যতামূলক ব্যবস্থার কারণে ‘কনসেন্ট’ বা ব্যবহারকারীর সম্মতি প্রশ্নবিদ্ধ হচ্ছিল বলে বিশেষজ্ঞরা মনে করেন।

Related posts

Leave a Comment