October 31, 2025
রাজ্য

“পশ্চিমবঙ্গের উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা করছে কেন্দ্র: প্রধানমন্ত্রী মোদি”

শুক্রবার পশ্চিমবঙ্গে মেট্রো পরিকাঠামো উন্নয়নের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, কলকাতায় নতুন পরিষেবা চালুর মধ্য দিয়ে প্রমাণিত হচ্ছে কীভাবে ভারত সরকার দেশের শহরগুলিকে আধুনিক রূপে গড়ে তুলছে।নিজের বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, “পশ্চিমবঙ্গের উন্নয়নে ভারত সরকার সর্বতোভাবে চেষ্টা করছে।

আজ পশ্চিমবঙ্গ দেশের অন্যতম রাজ্য, যেখানে রেল বিদ্যুতায়ন শতভাগ সম্পন্ন হয়েছে। বহুদিন ধরে পুরুলিয়া–হাওড়া মেমু ট্রেন চালুর দাবি ছিল, আর আজ ভারত সরকার সেই দাবি পূরণ করেছে।”মোদি জানান, আজ ভারতের কাছে বিশ্বের তৃতীয় বৃহত্তম মেট্রো নেটওয়ার্ক রয়েছে। ২০১৪ সালের আগে দেশে মাত্র ২৫০ কিমি মেট্রো লাইন ছিল, যা বর্তমানে বেড়ে হয়েছে ১,০০০ কিমিরও বেশি।

কলকাতায়ও মেট্রো সম্প্রসারণ হয়েছে—সাতটি নতুন স্টেশন উদ্বোধন হওয়ায় শহরের মানুষের যাতায়াত হবে আরও সহজ।প্রধানমন্ত্রী বলেন, “আজকের অনুষ্ঠানের বার্তা শুধু মেট্রো উদ্বোধন বা সড়কপথের ভিত্তিপ্রস্তর স্থাপন নয়, বরং এই প্রমাণ যে আজকের ভারত তার শহরগুলিকে নতুনভাবে গড়ে তুলছে।”তিনি আরও যোগ করেন, “কলকাতার মতো শহর ভারতের ইতিহাস ও ভবিষ্যতের পরিচায়ক। আজ ভারত যখন বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার পথে, তখন ডুমডুম, কলকাতার মতো শহরের ভূমিকা অপরিসীম।”এই দিনে ছয় লেনের উন্নত কোনা এক্সপ্রেসওয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের জন্য কলকাতা ও সমগ্র পশ্চিমবঙ্গের মানুষকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

মোদি আরও বলেন, “আজ আবার পশ্চিমবঙ্গের উন্নয়নকে ত্বরান্বিত করার সুযোগ পেয়েছি…কলকাতার গণপরিবহণ আধুনিক হচ্ছে, এ জন্য আমি সকলকে অভিনন্দন জানাই।”এদিন প্রধানমন্ত্রী কলকাতার বিভিন্ন নতুন মেট্রো পরিষেবা উদ্বোধন করেন এবং ৫,২০০ কোটিরও বেশি টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উত্সর্গ করেন।তিনি নিজে মেট্রো যাত্রা করেন এবং সেখানে ছাত্রছাত্রী ও প্রকল্প নির্মাণকর্মীদের সঙ্গে আলাপচারিতাও করেন। মোদি যেসব নতুন পরিষেবা উদ্বোধন করেন তার মধ্যে ছিল—

  • নোয়াপাড়া–জয়হিন্দ বিমানবন্দর মেট্রো (যশোর রোড থেকে)
  • সিয়ালদহ–এস্প্ল্যানেড মেট্রো
  • বেলেঘাটা–হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো

Related posts

Leave a Comment