নয়াদিল্লি, ২৩ নভেম্বর: চলতি জি-২০ আলোচনায় ভারত চারটি প্রধান অগ্রাধিকারকে সামনে আনল—দুর্যোগ ব্যবস্থাপনা, ঋণের বোঝা হ্রাস, সমালোচনামূলক খনিজের ন্য্যায়সঙ্গত প্রাপ্যতা এবং টেকসই জ্বালানি রূপান্তর।
কেন্দ্রীয় সরকার জানায়, এই চার ক্ষেত্রেই সমন্বিত বৈশ্বিক পদক্ষেপ ছাড়া ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করা যাবে না। সদস্য দেশগুলোর সঙ্গে সহযোগিতা জোরদার করে কার্যকর নীতি গঠনের ওপর জোর দিয়েছে ভারত।
English Title:
