November 1, 2025
দেশ

সরকারের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রাখবে: অমিত শাহ

🎯 Focus: Amit Shah

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার জানিয়েছেন, মোদি সরকার দেশের নিরাপত্তা রক্ষায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ বা শূন্য সহনশীলতা নীতি দৃঢ়ভাবে অনুসরণ করছে।গুরগাঁওয়ের মানেসরে ন্যাশনাল সিকিউরিটি গার্ডের (NSG) ৪১তম প্রতিষ্ঠা দিবসে প্রধান অতিথি হিসেবে ভাষণ দিতে গিয়ে শাহ বলেন, ২০১৯ সাল থেকে সরকার সন্ত্রাস দমন ও অর্থায়ন বন্ধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে।তিনি জানান, UAPA, NIA Act, এবং PMLA সংশোধন করে সন্ত্রাসী গোষ্ঠীর তহবিলের উৎস বন্ধ করা হয়েছে।

এছাড়া ED এবং NATGRID-এর মতো সংস্থাগুলোকে আরও কার্যকরভাবে ব্যবহার করা হচ্ছে।অমিত শাহ বলেন, “দেশের নিরাপত্তা শুধু কেন্দ্রীয় সরকারের দায়িত্ব নয়। রাজ্য সরকার, রাজ্য পুলিশের বিশেষ ইউনিট, NSG এবং CAPF বাহিনী—সকলকেই একসঙ্গে কাজ করতে হবে।”তিনি আরও জানান, ইতিমধ্যেই মুম্বাই, চেন্নাই, কলকাতা, হায়দরাবাদ, আহমেদাবাদ ও জম্মুতে ছয়টি NSG হাব তৈরি করা হয়েছে, এবং শীঘ্রই অযোধ্যাতেও নতুন হাব চালু হবে।শাহ বলেন, “NSG কমান্ডোরা ৩৬৫ দিন দেশের সুরক্ষায় প্রস্তুত থাকে। আগামী দিনে তাদের প্রশিক্ষণ আরও উন্নত করা হবে এবং রাজ্য পুলিশ বাহিনীকেও সেই প্রশিক্ষণে যুক্ত করা হবে।”

তিনি আরও জানান, এখন পর্যন্ত ৫৭ জন ব্যক্তি ও সংগঠনকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা করা হয়েছে। অনুচ্ছেদ ৩৭০ বাতিল, সার্জিকাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইক ও ‘অপারেশন সিন্ধুর’-এর মতো পদক্ষেপের মাধ্যমে সন্ত্রাসবাদের মূলে আঘাত হেনেছে মোদি সরকার।

Related posts

Leave a Comment