দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের গোবর্ধনপুর বঙ্গোপসাগরের কুলে অবস্থিত এই দ্বীপ,গোবর্ধনপুরে বেশ কয়েক হাজার মানুষের বাস।
তবে মূলত গোবর্ধনপুরের নদী কুলবর্তী এলাকার মানুষের বারোমাসে আতঙ্কে থাকতে হয়। এই বুঝি নদী বাঁধ ভেঙ্গে এই এলাকা প্লাবিত হলো।
গত বর্ষাকালে গোবর্ধনপুরের নদী বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হয়ে ডুবে গিয়েছিল শতাধিক বাড়ি। সেই আতঙ্ক কাটিয়ে না উঠতে উঠতেই আবারও এলাকা প্লাবিত।
গত বর্ষায় নদী বাঁধ ভাঙ্গার পরে এখনো পর্যন্ত সেই নদী বাঁধ সংস্কার হয়নি, আর সেই নদীবাঁধ আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। প্রতি কোটালেই জল উঠে এলাকা প্লাবিত হয়, তবে আজ দুপুরের কোটালে বা নদী বাঁধ ভেঙে আবারো এলাকা প্লাবিত হলো। ডুবেছে বেশ কয়েকটি বাড়ি। এলাকার মানুষ চাইছে ভাঙা নদী বাঁধ সংস্কার হোক।