November 2, 2025
খেলা

শাস্তির মুখে গ্লেন ম্যাক্সওয়েল

গ্লেন ম্যাক্সওয়েল

চেন্নাই সুপার কিংসকে হারিয়ে আইপিএলের পয়েন্ট তালিকায় আবার প্রথম চারের মধ্যে ঢুকেছে পঞ্জাব কিংস। তবে তাদের জয়ের আনন্দ মাটি করে দিয়েছেন ম্যাক্সওয়েল। ব্যাটে রান নেই। একের পর এক ম্যাচে দায়িত্বজ্ঞানহীন শট খেলে আউট হচ্ছেন। যে কাজের জন্য তাঁকে খেলানো হচ্ছে তা করতে পারছেন না গ্লেন ম্যাক্সওয়েল। তাতে অবশ্য দলের জয় আটকাচ্ছে না।

চলতি আইপিএলের শুরু থেকেই একেবারে ছন্দে নেই গ্লেন ম্যাক্সওয়েল। মঙ্গলবার সিএসকের বিরুদ্ধে ব্যাট হাতে করেন মাত্র এক রান। এই অবস্থায় শাস্তির কবলে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। আইপিএলের আচরণবিধি লঙ্ঘন করায় এবার বড়সড় জরিমানা করা হয়েছে এই অজি অলরাউন্ডারকে। ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে তাকে । তার বিরুদ্ধে লেভেল ওয়ান অপরাধের কথা বলা হয়েছে।

যদিও ঠিক কি অপরাধ করেছেন তা স্পষ্টভাবে বলা হয়নি। এনিয়ে আইপিএল কমিটির তরফে একটি বিবৃতি দেওয়া হয়। যেখানে বলা হয়েছে, ‘আইপিএলের ২.২ ধারায় লেভেল ওয়ান অপরাধের দায় স্বীকার করেছেন ম্যাক্সওয়েল। ম্যাচ রেফারি যে শাস্তি দিয়েছেন, তা মেনে নিয়েছেন তিনি। এক্ষেত্রে ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত এবং বাধ্যতামূলক।’

Related posts

Leave a Comment