October 31, 2025
দেশ

বদ্রীনাথে হিমবাহ ভেঙে আতঙ্ক, ক্ষয়ক্ষতির খবর নেই

দেহরাদুন: উত্তরাখণ্ডের বদ্রীনাথ মন্দির এলাকায় শুক্রবার কুবের পর্বতের কানচন গঙ্গা স্রোতের ওপর হিমবাহ ভেঙে পড়ায় এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। যদিও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় কোনো প্রাণহানি বা সম্পত্তির ক্ষতি হয়নি।চমোলি জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, বদ্রীনাথ মন্দির এলাকার কুবের পর্বত থেকে হিমবাহের একটি অংশ ভেঙে কানচন গঙ্গা জলধারায় নেমে আসে।

নিচের দিকে নামতে নামতে স্থানীয়রা বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করলেও, সৌভাগ্যবশত কোনো বড় ক্ষতি হয়নি।প্রশাসন জানিয়েছে, উত্তরাখণ্ডের উচ্চ পার্বত্য অঞ্চলে এ ধরনের হিমবাহ ভাঙার ঘটনা নিয়মিত প্রাকৃতিক প্রক্রিয়া, এবং এই ঘটনায় সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।চমোলির এসডিএম চন্দ্রশেখর বশিষ্ঠ জানান, “কুবের পর্বতের উপরের অংশ থেকে বরফ এবং শিলা ভেঙে পড়েছে।

তবে কোনো ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি।”কর্তৃপক্ষের অনুমান, সামান্য ভূমিধসের ফলেই এই হিমবাহ ভাঙার ঘটনা ঘটেছে।উল্লেখ্য, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি, ভারত-চিন সীমান্ত সংলগ্ন মানা ক্যাম্প এলাকায় ভয়াবহ তুষারধস হয়, যেখানে প্রায় ৫৫ জন বিএআরও কর্মী আটকে পড়েছিলেন। তার আগেও, ২০২১ সালে চমোলির রৈণিতে হিমবাহ ভেঙে পড়ার ঘটনায় ২০৬ জনের মৃত্যু হয়েছিল।

Related posts

Leave a Comment