27 C
Kolkata
August 1, 2025
জেলা

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড

মালদা:– গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় রবিবার দুপুরে চাঞ্চল্য ছড়াল চাঁচল থানার শীতলপুর গ্রামে। তীব্রতায় বাড়ির টিনের ছাদ উড়ে যায়।দাউদাউ করে জ্বলে ওঠে আগুন।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আনিকুল ইসলামের বাড়িতে রান্নার সময় গ্যাস সিলিন্ডার ফেটে আগুন ছড়িয়ে পড়ে। সেই সময় আনিকুলের স্ত্রী উনুনে হাঁড়ি চাপিয়ে ছিলেন।ঠিক তখনই গ্যাসে আগুনের ফুলকি দেখলে বাইরে বের হয়ে যান সকলে।তারপরেই সিলিন্ডার ফেটে বিস্ফোরণ ঘটে।

বাড়ির কেউ ওই মুহূর্তে ঘরে না থাকায় প্রানে রক্ষা পান পরিবারের সদস্যরা।তবে ঘটনায় আনিকুল সহ তার ছেলে আকবর আলীর ঘর সহ চারটি পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।ঘরের ভিতরে থাকা নগদ টাকা ও গয়না সহ সমস্ত জিনিসপত্র আগুনে পুড়ে ছাই হয়ে যায়।খবর পেয়ে চাঁচল থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।ক্ষতিগ্রস্থরা সরকারি সাহায্যের দাবি জানিয়েছেন।

Related posts

Leave a Comment