27 C
Kolkata
November 1, 2025
কলকাতা

প্রায় লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার নিউ বারাকপুরে

নিউ বারাকপুর থানার অন্তর্গত বিলকান্দা ২ নং গ্রাম পঞ্চায়েতের তালবান্দা হেমন্তনগরের বাসিন্দা অভিষেক বিশ্বাস(২৬) কে শনিবার রাতে গ্রেপ্তার করে নিউ বারাকপুর থানার পুলিশ । এবং তার কাছ থেকে উদ্ধার হয় প্রায় ছয় কেজি গাঁজা যার বর্তমান বাজার দাম প্রায় লক্ষাধিক টাকা। প্রসঙ্গত উল্লেখ্য পুলিশের হাতে ধৃত অভিষেক বিশ্বাস ওরফে অমিত বেশ কয়েক বছর ধরে গাঁজা পাচার ও ব্যবসার সাথে যুক্ত রয়েছে, বিগত কয়েক বছর ধরে প্রশাসনের কড়াকড়ির জন্য আগের মতো গাঁজা ব্যবসা করতে পারছে না।

তাই জন্য তারা ছোট মুদি বা মুরগির দোকানের আড়ালে গাঁজা ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে পুলিশের অনুমান। পুলিশ খতিয়ে দেখছে এই গাঁজার উৎস কোথায় এবং তা কোথায় সরবরাহের জন্য আনা হচ্ছিল। ধৃত অভিষেক কে রবিবার দুপুরে পুলিশি হেফাজতে আবেদনে ব্যারাকপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে।

Related posts

Leave a Comment