April 16, 2025
Uncategorized

বাহার যৌবন এখন জ্বলন্ত আগ্নেয়গিরি

সুভাষ পাল, সংবাদ কলকাতা: একসময়ে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিকের নায়িকা বাহাকে কে না চেনে? এক আদিবাসী গ্রামের রক্ষণশীল নাবালিকা বাহা। গ্রামীণ পরিবেশে বড়ো হওয়া বাহার সঙ্গে দেখা হয় সাংবাদিক অর্চির। তাঁদের সহজ পরিচয়কে ভালো চোখে নেয়নি গ্রামের সেকেলে চিন্তাভাবনার রক্ষণশীল মানুষ। শহরের আধুনিক জীবনে অভ্যস্ত অর্চির সঙ্গে বাহাকে জোর করে বিয়ে দেওয়া হয়। কে জানত বাহার জীবনসুতো এই আটপৌরে শহুরে মানুষের সঙ্গে জড়িয়ে আছে? অবশেষে সেই শাড়ি পড়া গ্রামীণ পরিবেশের বাহা সাংবাদিক অর্চির হাত ধরে চলে আসে শহরে।  সেদিনের বালিকা বাহাকে টিভির দর্শকরা গ্রামের সাধারণ রক্ষণশীল মেয়ে বলেই ভাবতে শুরু করেন। তাঁর বেশ ভূষা, কথা বার্তা একেবারে আদিবাসী গ্রামের পরিবেশকেও হার মানায়। তাঁর অকৃত্রিম অভিনয়ে স্টার জলসার ‘ইষ্টি কুটুম’ টি আর পি তে সব ধারাবাহিককে টেক্কা দিতে শুরু করে। কিন্তু এখন কেমন আছেন সেই বাহা? কী করছেন তিনি? সংবাদ মাধ্যমে খবর রটেছে, তাঁর শরীরী বিভঙ্গে এখন আগুনের ঝলক। যৌবনের মূর্ছনায় মাথানত করে আগ্নেয়গিরি। মসৃণ ত্বকে স্বল্পবসনা হয়ে জলকেলিতে নেমে পড়েন তিনি। বাকরুদ্ধ হয়ে যায় জলাশয়ের  পরিবেশ। কচুর পাতায় শিশিরের বিন্দুর মতো তাঁর বিকিনি পরা শরীরে গড়িয়ে পড়ছে জলরাশি। সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে সাইক্লোন। দর্শকরা সবাই সংশয়ে, এ সেই বাহা তো? হ্যাঁ এটাই সেই বাহা ওরফে অভিনেত্রী রণিতা দাশ। সম্প্রতি একটি ফটোশ্যুটে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন তিনি। জানা গিয়েছে, তিনি একটি প্রযোজনা সংস্থা খুলেছেন। সেই সংস্থা থেকে সম্প্রতি রিলিজ করেছে একটি ওয়েব সিরিজ। ওয়েব সিরিজের পরিচালক তাঁর বন্ধু সৌপ্তিক চক্রবর্তী। রয়েছেন ইন্দ্রাশিস রায়। স্টার জলসায় যিনি এখন লালন নামেই বেশি পরিচিত। এই ওয়েব সিরিজেরই ফটোশ্যুটের ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন রণিতা। এখন দেখার, দর্শকরা তাঁর এই শরীরী আবেদনে কতটা সাড়া দেয়।

Related posts

Leave a Comment