কলকাতা, ২ ডিসেম্বর—ক্যারিয়ারের শুরুর দিকেই ট্রোলিং যেন নিত্যসঙ্গী হয়ে উঠেছে হর্ষিত রানার। কিন্তু সে সব নেতিবাচক মন্তব্যে বিন্দুমাত্র পাত্তা দেন না তিনি। বরং সামনে তাকিয়ে লড়াই করাই তাঁর মূল লক্ষ্য— জানালেন ভারতীয় পেসার নিজেই।সম্প্রতি এক সাক্ষাৎকারে হর্ষিত বলেন, ‘‘আমি শুধু নিজের খেলায় ফোকাস করি। বাইরে কে কী বলল, তাতে আমার কাছে কোনও গুরুত্ব নেই। দলের সিনিয়ররা সবসময় ইতিবাচক থাকার পরামর্শ দেন।’’
তিনি আরও জানান, রোহিত শর্মা ও বিরাট কোহলির উপস্থিতিই ড্রেসিং রুমে এনে দেয় দুর্দান্ত ‘হ্যাপি এনভায়রনমেন্ট’।
‘‘ওরা দু’জন পাশে থাকলে নিজের ভালটা বের করে আনতে স্বাভাবিকভাবেই বেশি অনুপ্রেরণা পাওয়া যায়,’’ — মন্তব্য হর্ষিতের।এমন মন্তব্যে স্পষ্ট— তরুণ পেসার এখন নেতিবাচক সমালোচনার ঊর্ধ্বে ওঠে কেবল মাঠে পারফরম্যান্স দিয়েই জবাব দিতে চান।
