23 C
Kolkata
December 23, 2024
দেশ

হিমাচলে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২১, রেল ব্রিজে ধস

নিজস্ব সংবাদদাতা: গত ২৪ ঘণ্টায় হিমাচল প্রদেশে বৃষ্টির কারণে ভূমিধস ও আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ২১। নিখোঁজ আরও ৬ জন। রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা আধিকারিকদের মতে, বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যা হয়েছে। রাজ্যের বেশ কয়েকটি জেলায় ৩৪টি ভূমিধসের ঘটনা ঘটেছে।
শনিবার সন্ধ্যায়, একটি ঘূর্ণায়মান বোল্ডার উত্তর প্রদেশ থেকে আসা একটি পর্যটক গাড়ির উপর পড়ে। এতে তাত্ক্ষণিকভাবে দুই ব্যক্তি নিহত হয়। আহত হয় আরও দুই জন। যাদের চিকিৎসার জন্য থিওগ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

For the happiest life, days should be rigorously planned, nights left open to chance.

Related posts

Leave a Comment