বামেদের ধর্মঘটের জেরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল যাদবপুরে। ধর্মঘটের সমর্থনে সিপিএমের মিছিল। যাদবপুর ৮বি বাস স্ট্যান্ডে কুশপুতুল ও টায়ার জ্বালানোর সময় আগুন লেগে যায়। জ্বলন্ত টায়ার থেকে রাস্তার ধারের দোকানে আগুন ছড়ায়। আশেপাশের কেবলের তারেও আগুন লেগে যায়। দ্রুত ঘটনাস্থলে এসে কলকাতা পুলিশ কর্মীরাই তড়িঘড়ি আগুন নেভান।
এদিকে ধর্মঘট এর সমর্থনে সল্টলেক করুণাময়ী মোড় অবরোধ করল সিপিআইএম ধর্মঘট সমর্থকরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বনধ সমর্থকদের। ধর্মঘট সমর্থকদের আটক করল বিধাননগর পুলিশ।
বীরভূমের সিউড়িসহ জেলার বিভিন্ন জায়গায় বামেদের ডাকা ধর্মঘটের মিশ্র প্রভাব পড়েছে। সকাল থেকেই সিউড়ি বাস স্ট্যান্ড থেকে যাতায়াত করছে সরকারি ও বেসরকারি বাস ,টোটো অটো সহ বিভিন্ন যানবাহন। যদিও বেশ কিছু বেসরকারি বাস যাতায়াত আজ বন্ধ রয়েছে। বামেদের পক্ষ থেকে সকাল থেকেই ধর্মঘটকে সফল করার চেষ্টা চালানো হচ্ছে।
অন্যদিকে, বামেদের ডাকা বন্ধকে ঘিরে উত্তেজনা উত্তরবঙ্গের একাধিক জেলাতেও। মালদাতে একাধিক গাড়িতে লাঠির আঘাত, তার পাশাপাশি পুলিশকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের শ্রমিক সংগঠনের। বামেদের শ্লোগানের পর পাল্টা স্লোগান তৃণমূলের শ্রমিক সংগঠনের। সকাল থেকে বনধে মিশ্র সাড়া জলপাইগুড়ি জেলায়। ধূপগুড়ি, জলপাইগুড়ি সহ জেলার বিভিন্ন জায়গায় বনধের সমর্থনে সাত সকালেই রাস্তায় নেমে পড়েছেন বনধ সমর্থকরা। বুধবার লাল পতাকা হাতে বনধ সমর্থকদের ধূপগুড়ি শহরের বিভিন্ন দোকান বন্ধ বন্ধ করতে দেখা যায়। ধূপগুড়ি শহরে এদিন সকালেই বনধের সমর্থনে মিছিল বের করেন সমর্থকরা। এরপর সকালে যে সমস্ত দোকান খোলা হচ্ছিল, সেই সমস্ত দোকান বন্ধ করতে বলেন বনধ সমর্থকরা। ধূপগুড়ির পাশাপাশি জলপাইগুড়িতেও রাস্তায় নেমেছেন বনধ সমর্থকরা। তবে জলপাইগুড়িতে অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর পুলিশ। ইতিমধ্যে বেশ কয়েকজন বনধ সমর্থকদের আটক করেছে পুলিশ।