33 C
Kolkata
April 3, 2025
দেশ

ঝাড়খণ্ডের সাহেবগঞ্জে দুটি মালগাড়ির মুখোমুখি সংঘর্ষে আগুন, মৃত ২

নিজস্ব চিত্র

ঝাড়খণ্ডের সাহেবগঞ্জে দুটি মালগাড়ির মধ্যে সংঘর্ষে আগুন। ঝলসে মৃত্যু হল ২ জন লোকো পাইলটের। এছাড়াও ট্রেনের দুমড়ে যাওয়া বগির মধ্যে ১ জন লোকো পাইলটের দেহ আটকে রয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। তাঁকে উদ্ধারের চেষ্টা চলছে। মৃত চালকদের মধ্যে ১ জন বাংলার গঙ্গেশ্বর মাল। তিনি জিয়াগঞ্জ এলাকার বাসিন্দা। গুরুতর জখম হয়েছেন কয়েকজন সিআইএসএফ জওয়ানও।

মঙ্গলবার ভোর সাড়ে ৩টে নাগাদ এই ট্রেন দুর্ঘটনাটি ঘটে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার বারহাইটের এনটিপিসি গেটের কাছে। সংঘর্ষের জেরে ট্রেন দুটিতে আগুন ধরে যায়।

জানা গিয়েছে, সাহেবগঞ্জের বারহাইতে এনটিপিসি গেটের কাছে এদিন একটি মালবাহী ট্রেন লাইনের উপর দাঁড়িয়ে ছিল। সেই সময় দ্রুত গতিতে আসা অন্য একটি মালবাহী ট্রেন সেটিকে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে ইঞ্জিন ও কয়লা বোঝাই বগিতে আগুন ধরে যায় বলে খবর।

Related posts

Leave a Comment