33 C
Kolkata
August 2, 2025
কলকাতা

অশোক হল গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে আগুন

প্রতীকী চিত্র

মঙ্গলবার দুপুর ১২ টা ২৫ নাগাদ আগুন লাগে ৬ পাম এভিনিউয়ের অশোক হল গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের তিন তলায়। ঘটনাস্থলে পৌঁছয় দুটি দমকল ইঞ্জিন। প্রাথমিকভাবে এসি মেশিন থেকে শর্টসার্কিটের কারণে আগুন লেগেছে বলে জানা যাচ্ছে। ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকল বাহিনীর পাশাপাশি ডিজাস্টার ম্যানেজমেন্ট এর আধিকারিকরাও। আগুন নিয়ন্ত্রণে। মেরামতির কাজ চলছিল স্কুলে। যার ফলে সবুজ কাপড়ে ঢাকা রয়েছে স্কুল বিল্ডিং। স্কুল বন্ধ থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। আশপাশে বেশ কিছু স্কুল রয়েছে। ফলে বড়সড় কোনও দুর্ঘটনা ঘটতেই পারতো। শহরে পরপর অগ্নিকাণ্ডের পর অশোক হল গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের এই অগ্নিকান্ডে আতঙ্কিত ৬ পাম এভিনিউ এর এলাকাবাসীরাও।

Related posts

Leave a Comment