April 15, 2025
কলকাতা

অবশেষে লোকালয় থেকে জঙ্গলে ফিরে গেল সুন্দরবনের বাঘ

প্রতিনিধিত্বমূলক চিত্র

দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে জঙ্গলে ফিরে গেল বাঘ। মুখ্য বনাধিকারিক নিশা গোস্বামী জানিয়েছেন, উত্তর বৈকুন্ঠপুর সংলগ্ন জঙ্গল থেকে মাকড়ি নদী পেরিয়ে আজমলমারি গভীর জঙ্গলে বাঘ ফিরে গিয়েছে৷ সোমবার সকালে কুলতলি ব্লকের অন্তর্গত মৈপীঠের কিশোরী মোহনপুর গ্রামের শ্রীকান্তপল্লি এলাকায় বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়া যায়৷ নদীর চরে বাঘের পায়ের ছাপ দেখতে পান এলাকার মৎস্যজীবীরা৷ খবরটি জানাজানি হতেই আতঙ্কিত হয়ে পড়ে গোটা গ্রাম। বাঘের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেন বনকর্মীরা ৷ মঙ্গলবার সকালে অবস্থান বদলে উত্তর-পূর্বে সরে যায় সুন্দরবনের সেই ‘অনুপ্রবেশকারী’ বাঘ।

Related posts

Leave a Comment