October 31, 2025
Featured

তপশিলি জাতি ও উপজাতির মানুষদের পাশে ভারতীয় কিষাণ সংঘ

মিলন খামারিয়া,পশ্চিম মেদিনীপুর, ৩০ সেপ্টেম্বর ; গত ২৬, ২৭ ও ২৮ সেপ্টেম্বর , পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়, ডেবরা ও পিঙলা ব্লকে ভারতীয় কিষাণ সংঘের পক্ষ থেকে বস্ত্র বিতরণ কর্মসূচী পালন করা হয়। গরীব ভাই-বোনদের সাথে পুজোর আনন্দ ভাগ করে নিতেই এই আয়োজন। এই বস্ত্র বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন ভারতীয় কিষাণ সংঘের পশ্চিমবঙ্গ প্রান্তের সভাপতি অনিমেষ পাহাড়ি, সম্পাদক ড. কল্যাণ জানা, পূর্ণকালীন কার্যকর্তা গোপেন বেরা ও পশ্চিম মেদিনীপুর জেলার সাধারণ সম্পাদক দুর্গাপদ দোলাই।|

ভারতীয় কিষাণ সংঘ মূলত কৃষি ও কৃষকদের উন্নতির জন্য কাজ করে। অরাজনৈতিক এই সংগঠন মনে করে – কৃষি ও কৃষকদের উন্নতি হলেই দেশের সার্বিক বিকাশে অগ্রগতি আসবে। সারা ভারতব্যাপী এই সংগঠনের ৪৩ লক্ষের বেশি সদস্য রয়েছে। ২০২২ সালের ১৯ শে ডিসেম্বর দিল্লির রামলীলা ময়দানে ১ লক্ষের বেশি কৃষকদের জমায়েত করে এরা বার্তা দিয়েছিল – কৃষি ও কৃষিজাত পণ্যের উপর থেকে GST সরিয়ে নিতে হবে। ভারত সরকার কিছুদিন আগে GST কাঠামো পুনর্বিন্যাসের মাধ্যমে এদের দাবিকে অনেকটাই মান্যতা দিয়েছে।

সরকারের পাশাপাশি এই সংগঠনের সদস্যরা যে গরীব মানুষের পাশে সব সময় থাকে, বস্ত্র বিতরণের মাধ্যমে তা আবার প্রমাণ করল।

এই বস্ত্র বিতরণ কর্মসূচী সম্পর্কে অনিমেষ পাহাড়ি বলেন, আমরা কৃষি ও কৃষকদের উন্নতির জন্য লড়াই করছি। গরীব মানুষদের জীবন ও জীবিকার উন্নতিই আমাদের মূল লক্ষ্য। পুজোর আনন্দ আমরা সবার সাথে ভাগ করে নিতে চাই। সেইজন্য গ্রামবাংলার প্রত্যন্ত এলাকার কৃষক পরিবারের ভাই-বোনদের(মূলত তপশিলি জাতি ও উপজাতি) পাশে দাঁড়ানো চেষ্টা করেছি। তাই এই বস্ত্র বিতরণ কর্মসূচীর আয়োজন করেছি আমরা।

Related posts

Leave a Comment