ডিভল গ্রুপের আয়োজনে সাংবাদিক বৈঠকে হর্ষিত রানা কথা প্রসঙ্গে বলেন, এই মুহূর্তে আমাদের কাছে প্রতিটি ম্যাচই ফাইনাল বলে মাঠে নামতে হবে। আশা করছি, কলকাতা দল প্লে-অফ ম্যাচ খেলতে পারবে। এই মুহূর্তে ১১ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ষষ্ঠ স্থানে রয়েছে কেকেআর। সেই কারণে এই ভাবনা নিয়েই মাঠে নামতে হবে যে, সামনের তিনটি ম্যাচ আমাদের জিততেই হবে।
এই সাংবাদিক বৈঠকে এক প্রশ্নের উত্তরে হর্ষিত আরও বলেন, কলকাতা দলের হয়ে যদি খেলতে না পারতাম, তাহলে বোলিং করার মানসিকতা তৈরি হতো না এবং দক্ষতা সম্পর্কে কোনও ধারণাও আসতো না। গৌতম গম্ভীরের জন্য আমার জীবনে এই পরিবর্তন এসেছে। তাঁর মতো একজন ভালো মেন্টরকে পেয়েছিলাম বলেই এটা আমার পক্ষে সম্ভব হয়েছে। তাঁর নির্দেশ মতো আমি খেলতে পেরেছি বলেই তো আজ ভারতীয় দলে আমার ডাক আসে।