27 C
Kolkata
August 1, 2025
দেশ

আজও প্ররিশ্রুত পানীয় জলের সঙ্কটে ত্রিপুরার রঙ্গিয়াটিলা

নিজস্ব চিত্র

রাজ্যের দুর্গম পাহাড়ি অঞ্চলগুলিতে প্ররিশ্রুত পানীয় জল আদৌ কি পৌঁছেছে? সেই খোঁজ রাখে কে! আজও ত্রিপুরা রাজ্যের বহু দুর্গম পাহাড়ি জনজাতি অধ্যুষিত এলাকাগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন স্বাস্থ্যসম্মত পানীয় জল থেকে বঞ্চিত। এরকমই এক উদহারন মিলল মুঙ্গিয়াকামী আর.ডি ব্লকের অধীন রঙ্গিয়াটিলা এলাকা থেকে।

এলাকাবাসীদের অভিযোগ, এই রঙ্গিয়াটিলা এলাকায় সরকারিভাবে বিভিন্ন প্রকল্পের আওতায় পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া হলেও, আসছে অপরিষ্কার ও অপরিচ্ছন্ন পানীয় জল। পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত জলের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে ওই এলাকার জনগণ। নিয়মিত জল আসলেও সেই জল আয়রণ যুক্ত হওয়ার ফলে পানের অযোগ্য হয়ে পড়ে। যার ফলে ব্যাপক সমস্যার সন্মুখীন হতে হয় ওই‌ এলাকাগুলিতে বসবাসরত জনজাতি গিরি বাসীদের। ফলে জল সংক্রান্ত বিভিন্ন রোগব্যাধির আশঙ্কা করছে এলাকার লোকজন। সেই সঙ্গে এখনও সংশ্লিষ্ট এলাকায় সম্পূর্ণভাবে পানীয় জলের চাহিদা পূরণ করা হয়নি বলেও দাবি করেন এলাকার স্থানীয় বাসিন্দারা।

তাছাড়া, এলাকায় গিয়ে প্রত্যক্ষ করা যায় যে, অতীতে ওই এলাকাগুলিতে পানীয় জলের সমস্যা সমাধানের জন্য বেশ কিছু জলের ট্যাঙ্ক বসানো হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে সেই জলের ট্যাঙ্কগুলির অধিকাংশই এখন আর যথাস্থানে নেই। ট্যাঙ্ক গুলিকে কে বা কাহারা গায়েব করে দিয়েছে। কিন্তু এই বিষয়ে প্রশাসনিক তরফ থেকেও কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি। যার ফলে বর্তমানে একপ্রকার অর্ধ ভঙ্গুর অবস্থায় আয়রন যুক্ত অপরিষ্কার, অপরিচ্ছন্ন জল দিয়েই নিজেদের জলের চাহিদা পূরণ করতে হচ্ছে রঙ্গিয়াটিলা একাকার সহজ সরল মানুষজনদের।

Related posts

Leave a Comment