37 C
Kolkata
April 5, 2025
দেশ

গ্রিন কার্ড থাকলেও আমেরিকায় আজীবন বসবাস করা যাবে না

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

আমেরিকার অভিবাসন নীতি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যা জানালেন তা রীতিমতো চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আমেরিকায় বসবাসকারী অভিবাসীদের কাছে।  সম্প্রতি, আমেরিকায় ‘গোল্ড কার্ড’ চালু নিয়ে ভাবনাচিন্তার কথা জানিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর কথার রেশ ধরেই এ বার ভ্যান্স গ্রিন কার্ডের ভবিষ্যৎ নিয়ে জানালেন, গ্রিন কার্ড থাকলেই আমেরিকায় স্থায়ীভাবে অনির্দিষ্টকালের জন্য বসবাস করা যাবে না। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জানান, “গ্রিন কার্ড থাকলেই অনির্দিষ্টকালের জন্য আমেরিকায় বসবাসের অধিকার নেই।” আর তাঁর এই মন্তব্যের জেরে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভারতীয়রা রীতিমতো উদ্বিগ্ন। এই মন্তব্য ফের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত উস্কে দিল। উল্লেখ্য, দ্বিতীয়বার আমেরিকায় ক্ষমতায় ফিরেই একের পর এক সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। আমেরিকা থেকে ‘অবৈধ’ অভিবাসীদের নিজ নিজ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। সেই সঙ্গে কঠোর শুল্কনীতির কথাও ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন।

শুধু তাই নয়, আমেরিকায় জন্মগত নাগরিকত্ব আইন বদল নিয়ে আইনি লড়াই চালাচ্ছেন ট্রাম্প। এই আবহেই আমেরিকার অভিবাসন নীতিতে বড় বদলের ভাবনাচিন্তা শুরু করেছে তাঁর প্রশাসন।প্রসঙ্গত, কয়েকদিন আগেই ট্রাম্প আমেরিকায় গোল্ড কার্ড বিক্রি করার পরিকল্পনার কথা ঘোষণা করেন।  ধনী ব্যক্তিদের জন্য ৪৩ কোটি টাকার বিনিময়ে গোল্ড কার্ড ক্রয় অর্থাৎ মার্কিন নাগরিকত্ব এবং সেই সঙ্গে কর্মসংস্থানের সুযোগ পাওয়ার কথা বলেন।  পাঁচ মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ প্রায় সাড়ে ৪৩ কোটি টাকা দিলে মিলবে ‘গোল্ড কার্ড’।

Related posts

Leave a Comment