32 C
Kolkata
April 9, 2025
দেশ বিদেশ

Eric Garcetti: সবরমতি আশ্রম পরিদর্শন করলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত

সংবাদ কলকাতা: গত মার্চে ভারতের ২৬তম মার্কিন রাষ্ট্রদূত (US AMBASSADOR) হিসেবে মনোনীত হন লস এঞ্জেলেস-এর প্রাক্তন মেয়র এরিক গারসেটি (Eric Garcetti)। সিনেট থেকে নিযুক্ত হওয়ার পর সেদেশের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস তাঁকে শপথবাক্য পাঠ করান। আজ সোমবার ভারতে নব নিযুক্ত এই রাষ্ট্রদূত এরিক গারসেটি গুজরাটের সবরমতি (SABARMATI) আশ্রম পরিদর্শন করলেন। এদিন আশ্রমে পৌঁছতেই তাঁকে মালা দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর তিনি আশ্রমের বিভিন্ন ঐতিহাসিক স্থান ঘুরে দেখেন। সেই সঙ্গে গান্ধীজির ব্যবহৃত ঐতিহাসিক সামগ্রীগুলিও পরিদর্শন করেন গারসেটি। গান্ধীজি (MAHATMA GANDHI) আশ্রমের যে কুটিরে থাকতেন, সেই ‘হৃদয়কুঞ্জ’ (HRIDAY KUNJ) ঘুরে দেখেন তিনি। এছাড়া গান্ধীজির লেখার টেবিল, খাদির কুর্তা, চিঠিপত্র, তিনি নিজে যে চরকা দিয়ে সুতো কাটতেন সেগুলোও ঘুরে দেখেন মার্কিন রাষ্ট্রদূত এরিক। উল্লেখ্য, এর আগে তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (DROUPODI MURMU) সঙ্গেও সাক্ষাৎ করেন।

Related posts

Leave a Comment