December 6, 2025
দেশ

‘বিশ্ব এক পরিবার’— শতবর্ষে সত্য সাই বাবাকে বিশ্বমানবতার প্রতীক বলে সম্মান মোদীর

পুট্টাপার্থি, ১৯ নভেম্বর: সত্য সাই বাবার জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, ‘বিশ্ব এক পরিবার’— এই চিরন্তন মানবিক দর্শনকেই সত্য সাই বাবা তাঁর কর্ম ও জীবনে বাস্তব রূপ দিয়েছেন। মোদীর ভাষায়, ‘বসুধৈব কুটুম্বকম’-এর প্রকৃত প্রতিমূর্তি ছিলেন সত্য সাই বাবা, যিনি দেশ-বিদেশের অসংখ্য মানুষের জীবনে নিঃস্বার্থ সেবার মাধ্যমে আলো ছড়িয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, শতবর্ষের এই মুহূর্ত শুধু আধ্যাত্মিক স্মরণ নয়, বরং মানবিক মূল্যবোধ, সেবা ও সহানুভূতির চেতনাকে নতুন করে জাগিয়ে তোলার অঙ্গীকার। তিনি আরও জানান, সেবা–ধর্ম ভারতের সংস্কৃতির অঙ্গ, আর সত্য সাই বাবার কর্মধারা সেই ঐতিহ্যকে আরও দৃঢ় করেছে। অনুষ্ঠানে উপস্থিত ভক্তদের উদ্দেশে মোদী বলেন, সমাজের দুর্বল ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোই সত্য সাই বাবার শিক্ষা, যা আজকের ভারতকে আরও শক্তিশালী ও সহমর্মী করে তুলছে।

Related posts

Leave a Comment